ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় সুদূরপ্রসারী এজেন্ডা: মাওলানা ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে যাতে আর কোন আন্দোলন না হয় সে ব্যাপারে সরকারের উপদেষ্টাবৃন্দসহ এজেন্সিগুলো জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও একটা ব্যাখ্যা দিয়েছেন। বাস্তবিকই আমাদের গর্বের ধন স্বর্ণপদক প্রাপ্ত এমন মহান ব্যক্তিত্ব একটা বিষয়ে ব্যখ্যা দাঁড় করালে জাতি খাবে। এমন ধারণা তাঁর নিজের মধ্যেও থাকতে পারে এবং অন্য কিছু বড় ব্যক্তিদের পক্ষ থেকেও পরামর্শ আসতে পারে। এরই মধ্যে কোন বৃহৎ দলও জোরালো কিছু করতে দেখা যাচ্ছেনা। তবে আমার মত কিছু অবুঝ মানুষ আছে, যাঁরা বিশ্বাস করে যে, এটা একটা সুদূর প্রসারী এজেন্ডা। তার মধ্যে দেশের স্বাধীন তা, সার্বভৌমত্ব ও ধর্মীয় স্বকীয়তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নিহিত আছে। তাঁরা ইতোমধ্যেই নিজেদের কার্যক্রমের ইন্ডোমিনিটি দাবী করেছেন। তাঁরা পৃথিবীর কোথায় কি করেছেন সচেতন মহল ভালভাবেই জানেন।

আজ রোববার (২০ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,প্রায় আট দশক চলছে কাশ্মীরের মানবাধিকারের বিষয়। সময় সময় সারা ভারত জুড়ে মানবাধিকার লংঘন, ফিলিস্তিনের মানবাধিকার, পূর্ব তিমুরের মানবাধিকারসহ অনেক বিষয়ই রয়েছে যার কোনই কার্যকর কিছু করতে পারেনি এই সংস্থা।

তিনি আরো বলেন,ওরা পারবে আমাদের উপর পশ্চিমাদের চাপিয়ে দেয়া বিষয়গুলোর যখন আমরা প্রতিবাদ করবো, তখন আমাদেরকে দমন করতে এই অমানবিক কমিশন সরকারকে সহযোগিতা করবে, আমাদের প্রতি জুলুম নির্যাতনে সরকারকে সমর্থন দিয়ে যাবে।

তিনি এই অমানবিক কমিশনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

মুফতি ফয়জুল করীমকে নিয়ে ভুয়া তথ্য প্রচার, সতর্ক করলো ইসলামী আন্দোলন

আনসারুল হক

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ২৩ মে

আনসারুল হক

নগরীতে ইসলামী আন্দোলনের মশারী বিতরণ অনুষ্ঠান, সরকারেকে পদত্যাগে বাধ্য করে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে হবে: মাওলানা ইমতিয়াজ

নূর নিউজ