ঢাকায় দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন শুক্রবার

ঢাকার গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠে আগামী ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল ৮টা থেকে জাতীয় সীরাত কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে দিনব্যাপী “সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন”। এতে দেশি-বিদেশি শীর্ষ আলেম ও ইসলামি ব্যক্তিত্বরা অংশ নেবেন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সায়্যিদ মাযহার সাঈদ শাহ, মাননীয় মন্ত্রী, আজাদ কাশ্মির, পাকিস্তান; আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর পৌত্র আল্লামা ড. মুহাম্মদ মাকসুদ এলাহী নকশবন্দী, প্রতিষ্ঠাতা, ইসলামী রূহানী মিশন, পাকিস্তান
আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, মুহতামিম, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা ও মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব, চরমোনাই।

বিশেষ মেহমান হিসেবে থাকবেন আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর), আল্লামা মামুনুল হক (শাইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া আজিজিয়া, ঢাকা), মুফতি জাফর আহমাদ, মাওলানা ইমদাদুল ইসলাম (মুহতামিম, জামালুল কুরআন মাদরাসা, গেণ্ডারিয়া), অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ গলিয়া, মুফতি আব্দুল্লাহ ফারুক, মুফতি আমানুল হক (খতিব, ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদ, ঢাকা), মাওলানা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী, মাওলানা রশিদ আহমাদ (মুহতামিম, জামিয়া ইসলামিয়া যবরাহীমিয়া, দারুল উলুম মেরাজনগর, ঢাকা), মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী (সহ-সভাপতি, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ), মাওলানা মুজিবুর রহমান (খতিব, বড় মোড়াবাড়ি কামে মসজিদ, ঢাকা) এবং মাওলানা হাবিবুল্লাহ (গেণ্ডারিয়া, ঢাকা)।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আশেকে এলাহী (পীর সাহেব, উজানী), মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব, আবাসপুর), মুফতি হাবিবুল্লাহ মিসবাহ (সহ-সভাপতি, আঞ্চলিক সংগঠন), মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান, মাওলানা মুর্শিদুল আলম (সহ-সভাপতি, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ), আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল বাসেত খান, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, হাফেজ মাওলানা হাসান জামিল, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রেজাউল করীম আবরার এবং মাওলানা রিজওয়ান রফিকী।

সভাপতিত্ব করবেন মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন, সভাপতি, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ। পরিচালনায় থাকবেন মুফতি মুজিবুর রহমান (মহাসচিব, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ), মাওলানা আনোয়ার হামিদী ও মুফতি হাবিবুর রহমান।

জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ জানিয়েছে, সম্মেলনে পবিত্র সীরাতুন্নবী (সা.)-এর আলোকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের গুরুত্বের ওপর আলোচনা হবে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে আল নূরের রমজান মাসব্যাপী ৩ কার্যক্রমের উদ্বোধন

আনসারুল হক

বিয়ের বরযাত্রীদের নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নূর নিউজ

জুমার দিন যে আমল করতে বলেছেন নবীজি

নূর নিউজ