ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন যানবাহনে ঢাকায় দিকে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ নেই মহাসড়ক ফাঁকা রয়েছে। স্বস্তির ঈদযাত্রার পর প্রিয়জনের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে। ভোগান্তি এড়াতে কেউবা ঈদের পর বাড়ি যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে যানজট নিরাসনে কাজ করছে।

সালনা থানার ওসি আতিকুর রহমান জানান, ঈদের আগে যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ কাজ করেছে এবং ঈদের পরেও যানজট নিরসনের জন্য পুলিশ মোতায়ন রয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

পছন্দের জায়গায় সমাবেশের সুযোগ পাচ্ছে দুই দল

নূর নিউজ

রোহিঙ্গাদের উত্তর আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাউদ্দিন