ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন যানবাহনে ঢাকায় দিকে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ নেই মহাসড়ক ফাঁকা রয়েছে। স্বস্তির ঈদযাত্রার পর প্রিয়জনের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে। ভোগান্তি এড়াতে কেউবা ঈদের পর বাড়ি যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে যানজট নিরাসনে কাজ করছে।

সালনা থানার ওসি আতিকুর রহমান জানান, ঈদের আগে যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ কাজ করেছে এবং ঈদের পরেও যানজট নিরসনের জন্য পুলিশ মোতায়ন রয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান

আনসারুল হক

১ সেপ্টেম্বর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি

নূর নিউজ

পলাতক স্বৈরাচার জনগণের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিল: তারেক রহমান

নূর নিউজ