ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার শাখার নতুন কমিটি ঘোষণা

কাতারের রাজধানী দোহার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার’-এর একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র অ্যালামনাই জনাব কাজী শামীম আহসান।

সভায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সকলের সম্মতিক্রমে জনাব কাজী শামীম আহসান, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও জনাব জুলফিকার আজাদকে নিয়ে তিন সদস্যের একটি মনোনয়ন টিম গঠন করা হয়। তাঁদের তিনজন মিলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর তাঁরা একটি পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব সবার কাছে পেশ করেন। তাঁদের প্রজ্ঞাদীপ্ত এ প্রস্তাব সবাই আন্তরিকতার সাথে গ্রহণ করেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কৃতিছাত্র মোহাম্মদ হযরত আলী খানকে প্রধান পৃষ্ঠপোষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষক কাজী শামীম আহসানকে প্রধান উপদেষ্টা ও দূতাবাসের প্রথম সচিব জনাব আব্দুল্লাহ আল রাজীকে উপদেষ্টা করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সদস্যগণ

কমিটির সদস্যরা হলেন সভাপতি-এ.কে.এম. আমিনুল হক(কাজল), সহ-সভাপতি- মোঃ জুলফিকার আজাদ, সহ-সভাপতি – ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম,সহ- সাংগঠনিক সম্পাদক: জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক: ইফতেখার আহমেদ, প্রচার সম্পাদক: মোহাম্মদ তাফসীর উদ্দিন, দপ্তর সম্পাদক: ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সাহিত্য ও সম্পাদক প্রকাশনা: মোহাম্মদ আবু শামা

সাংস্কৃতিক সম্পাদক: ওবায়দুল্লাহ আল রাফি, ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ মুজিবুল বাশার, ধর্ম বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আব্দুল ওয়াকিল, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মোহাম্মদ নিয়াজ মোর্শেদ খান,সোস্যাল মিডিয়া সম্পাদক : সৈয়দ তানজিম হাসান ও মহিলা বিষয়ক সম্পাদক: নিলুফার ইয়াসমিন উর্মি।

নির্বাহী সদস্যঃ ফখরুল ইসলাম তারেক, শফিকুল ইসলাম, আব্দুল জলিল, খাইরুল ওয়ারা মঞ্জুর, জাহাঙ্গীর আলম, ফারজানা ইসলাম ও সালিমা ইসলাম।

এ জাতীয় আরো সংবাদ

চীনে প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময় সভা

নূর নিউজ

বাংলাদেশী প্রবাসী আরজুকে রিয়েল হিরো উপাধিতে ভূষিত করল আরব আমিরাত!

নূর নিউজ

আবুধাবিতে এশিয়া কাপের ট্রফি উন্মোচন

নূর নিউজ