ঢাকা বিভাগের ৪৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা বিভাগের ৪৭ আসনে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আজ রবিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় রাজধানী পল্টনস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে খেজুর গাছ প্রতীকের দলীয় প্রার্থী ঘোষণা করেন তিনি।

উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা আফজাল হোসাইন রাহমানী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী ও মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা বিভাগের ৪৭টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা নিম্নরূপ :-

ঢাকা-১ মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী।
ঢাকা-২- মুফতি জাকির হোসাইন।
ঢাকা-৩-মুফতী আফজাল হোসাইন রাহমানী।
ঢাকা-৯-মুফতী শিব্বির আহমদ।
ঢাকা-১১-মুফতী মাহবুবুল আলম
ঢাকা-১৪-মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী
ঢাকা-১৫-মুফতী আজীজুর রহমান মাদানী
ঢাকা-১৬-মাওলানা সাইফুর রহমান
ঢাকা-১৭-মাওলানা আবু বকর সিদ্দীক
ঢাকা-১৮-মুফতী কেফায়েতুল্লাহ আজহারী
ঢাকা-১৯-মুফতী আলী আশ্রাফ তৈয়ব

গাজীপুর-১-মাওলানা এমদাদুল হক
গাজীপুর-২-মুফতী নাছির উদ্দিন খান
গাজীপুর-৩-মাওলানা আবু বকর সিদ্দীকে
গাজীপুর-৪- মুফতি মনিরুজ্জামান মাহমুদী
গাজীপুর-৫- মাওলানা মতিউর রহমান গাজীপুরী

নরসিংদী-১-মাওলানা নাজমুল হাসান কাসেমী
নরসিংদী-২-মাওলানা আব্দুর রহীম কাসেমী
নরসিংদী-৩-মুফতি মোশাররফ হোসাইন
নরসিংদী-৪-মাওলানা ফজলুল করিম কাসেমী

নারায়নগঞ্জ-২- মাওলানা মাসরুর আহমদ
নারায়নগঞ্জ-৪-মুফতী মনীর হোসাইন কাসেমী
নারায়নগঞ্জ-৫-মাওলানা ফেরদাউসুর রহমান

রাজবাড়ী-১-মাওলানা মাহবুবুর রহমান

ফরিদপুর- ১-মুফতী জাকির হোসাইন কাসেমী
ফরিদপুর-২-মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী
ফরিদপুর-৩-মুফতী কামারুজ্জামান

মাদারীপুর-১-মাওলানা রাকিব হাসান উসমান

শরিয়তপুর-১- মাওলানা জিয়াউল হক কাসেমী শরিয়তপুর-২- মাওলানা শফিকুর রহমান
শরিয়তপুর-৩-মুফতী ইউসুফ জামিল

কিশোরগঞ্জ-১-মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী
কিশোরগঞ্জ-২-মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইন
কিশোরগঞ্জ -৩-মুফতী আব্দুস সালাম
কিশোরগঞ্জ -৪-হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন
কিশোরগঞ্জ -৫-মাওলানা নুর উদ্দিন আমিন কিশোরগঞ্জ-৬-মাওলানা লাইস উদ্দিন

মানিকগঞ্জ-২-মুফতী শামসুল আরেফিন খান সাদী
মানিকগঞ্জ-৩-মাওলানা ওবায়দুল্লাহ

মুন্সিগঞ্জ-২-ইসমাইল হোসাইন
মুন্সিগঞ্জ-৩-মুফতি হোসাইন আহমদ ইসহাকী

টাঙ্গাইল-১- মুফতী আব্দুল বাসেত কাসেমী
টাঙ্গাটল- ২- মুফতী রফিকুল ইসলাম
টাঙ্গাইল-৩-মুফতি নাসিরুদ্দীন
টাঙ্গাইল-৫ – মুফতী শরীদুল ইসলাম কাসেমী
টাঙ্গাইল-৬-মুফতী মাহফুজুর রহমান
টাঙ্গাইল-৮- মুফতী রুহুল আমিন

এ জাতীয় আরো সংবাদ

এবার একুশে পদক পাচ্ছেন ২৪ জন

নূর নিউজ

ঈমান রক্ষায় খতমে নবুওয়াত আন্দোলনের বিকল্প নেই: তাহাফ্ফুজে খতমে নবুওয়াত

আনসারুল হক

দালালদের বৈধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

নূর নিউজ