এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ ) বেলা সাড়ে ৯ টায় তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন বাসস্ট্যান্ড সমাবেশ চত্বরে এসে শেষ হয়।
গণমিছিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ভোলা-০৩ আসনের হাতপাখার প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ মোসলেহ্ উদ্দিন।
আরো বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার দায়িত্বশীল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার দায়িত্বশীল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার দায়িত্বশীলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের দায়িত্বশীলরা।
উক্ত সমাবেশ ও গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার ও অঙ্গ সংগঠনের সদস্য , দায়িত্বশীলসহ ৫ টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।