তজুমদ্দিনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এইচ. এম. হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি

ভোলা জেলার তজুমদ্দিনে দুর্যোগ পূর্বপ্রস্তুতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনার্থ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত আলী খান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার আরিফুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা তানভীর হাসান রাসেল, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জন দে, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি মনিরুল ইসলমসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া।

সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস-ভিত্তিক আগাম সাড়া দেওয়ার কার্যক্রম অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগকালীন প্রস্তুতি, এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের জানমাল রক্ষা সম্ভব।

উক্ত সভায় দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয় এবং স্থানীয় জনগণকে এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

আনসারুল হক

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো সব জলকপাট

আনসারুল হক

মাওলানা আবদুল লতিফ-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

আনসারুল হক