তজুমদ্দিনে মায়ের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু, মৃত অবস্থায় উদ্ধার

এইচ এম হাছনাইন
তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ দাসকান্দি গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ গেল হোসাইন নামের ৫ বছর বয়সী এক শিশুর।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মায়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। পরে রাত সাড়ে আটটার দিকে ডুবুরি দল পুকুরের গভীর তলদেশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

জানা যায়, চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা হালিম মাঝির ছোট ছেলে হোসাইন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মায়ের সঙ্গে ভাওয়ালের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় শিশু হোসাইন। মুহূর্তেই মা চিৎকার করে লোকজনকে ডাকেন, এবং চারপাশের মানুষ ছুটে এসে তল্লাশি শুরু করে।

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি ইউনিট না থাকায় তারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অক্ষমতা প্রকাশ করে এবং বরিশাল থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেয়। এদিকে স্থানীয় প্রায় ৩০-৩৫ জন লোক নিজেরা বড় জাল দিয়ে দীর্ঘ সময় পুকুরে খোঁজাখুঁজি চালালেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুরপাড়ে হাজারো মানুষ জড়ো হয়ে শিশুটির সন্ধানে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

অবশেষে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বরিশাল থেকে আগত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরের মাঝখানে গভীর পানিতে তল্লাশি চালিয়ে হোসাইনের নিথর দেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে তজুমদ্দিন থানা পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বইছে। সকলেই হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

‘নেক ও এক হওয়ার স্লোগানে’ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

নূর নিউজ

দেশে করোনা শনাক্ত ৮ লাখ ছাড়াল

আনসারুল হক

যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতি ইসমাইলের বাংলাদেশ সফরের সময়সূচী

নূর নিউজ