তথ্য ফাঁসের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নূর নিউজ: ফোনে কথোপকথনে বিধিবহির্ভূত কাজ করায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তা দু’জনের একজন এস এম ফজলুল হক পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তা। অন্যজন নাজমুল হাসান তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি)।

মঙ্গলবার তাদেরকে সাময়িক বরখাস্তের বিষয়ে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা দু’জন একটি বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিরূপ আলোচনা করছিলেন ফোনের মাধ্যমে। পরে সেটি প্রকাশ পেয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী আলোচনায়ও আসে। বিধিবহির্ভুতভাবে তথ্য ফাঁসের ঘটনায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রমজানের শিক্ষা নিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনে সকলকে কাজ করতে হবে

নূর নিউজ

দেশের অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: অন্তর্বর্তী সরকার

আনসারুল হক

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে ‘আমলা লীগ’: মির্জা ফখরুল

আনসারুল হক