আফগানিস্তানে মধ্যরাতে গোয়েন্দা প্রধান নিহত

আফগানিস্তানের লাঘমান প্রদেশের গোয়েন্দা প্রধান মৌলভি উলফত হাশেমি গত রাতে নিহত হয়েছেন। বুধবার লাঘমান প্রদেশের কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।

লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র সালাহউদ্দিন জাহিদ বলেন, বুধবার মধ্যরাতে মৌলভি উলফত হাশেমি নিহত হন। তিনি তখন লাঘমান প্রদেশের রাজধানী মেহতারলাম শহরে অবস্থান করছিলেন। তার গাড়িবহর যখন ওই এলাকায় টহল দিচ্ছিল তখন তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।

ওই মুখপাত্র আরো বলেন, সড়ক দুর্ঘটনায় মৌলভি উলফত হাশেমি নিহত হলেও তার পাঁচ দেহরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সুত্র: দ্যা জার্নাল

এ জাতীয় আরো সংবাদ

বিদেশে অবস্থানরত সাইবার ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে সরকার

নূর নিউজ

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল : এরদোয়ান

আনসারুল হক

১৯ নভেম্বর এই শতকের সবচে’ বড় চন্দ্র গ্রহণ

নূর নিউজ