তালেবান শাসনের চার বছরে চমক; বেড়ে চলছে আফগানি মুদ্রার মান

গত চার বছরে বিদেশি মুদ্রার বিপরীতে আফগানি মুদ্রার মান প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে আফগানি মুদ্রার মান শক্তিশালী করা, ব্যাংকিং খাত সম্প্রসারণ এবং আর্থিক সহায়তা বৃদ্ধি অন্যতম।

ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানির মান শক্তিশালী করা, ব্যাংকিং খাত সম্প্রসারণ করা এবং আর্থিক সহায়তা বৃদ্ধি করা।

ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী বলেন, “গত বছরে আফগানির মান বিদেশি মুদ্রার, বিশেষ করে ডলারের তুলনায় ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আফগানির স্থিতিশীলতার পরিচায়ক। আমাদের প্রচেষ্টা হলো আফগানির স্থিতিশীলতা আরও ভালোভাবে রক্ষা করা এবং মুদ্রার বাজারে হঠাৎ ওঠানামা প্রতিরোধ করা।”

তিনি আরও জানান, ব্যাংকিং খাতে এবং আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্কেও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমানে ব্যাংক ২০০টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বৈশ্বিক ব্যাংকিং সংযোগ আরও বিস্তৃত করার চেষ্টা করছে, যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক আর্থিক লেনদেন সহজে করতে পারেন।

কিছু অর্থনীতিবিদ উল্লেখ করেছেন, গত চার বছরের ব্যাংকিং সীমাবদ্ধতার প্রেক্ষিতে আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ আফগানির মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলছেন, আফগানির মান রক্ষার জন্য বিকল্প আর্থিক সংরক্ষণ বা ব্যাকিং ব্যবস্থা অনুসন্ধান করা জরুরি।

ব্যবসায়ী ওমিদ হায়দারি বলেন, “বর্তমানে আফগানিস্তানের ব্যাংকিং খাতে প্রধান সমস্যা হলো ব্যক্তিগত ব্যাংকগুলো আমাদের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয় না। যখনই আমরা টাকা জমা দিই, ব্যাংক তা মাসের পর মাস মুক্তি দেয় না। আমরা ইসলামী আমিরাতের নেতৃত্বের কাছে অনুরোধ করছি, যেন একটি সুস্পষ্ট ব্যবস্থা প্রণয়ন করা হয় এবং ব্যক্তিগত ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়, যাতে আমরা সময়মতো আমাদের টাকা উত্তোলন করতে পারি।”

অর্থনীতিবিদ আবদুল গফুর নেজামী বলেন, “আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের প্রান্তে রয়েছে এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা বড় প্রকল্প ও বিনিয়োগের সূচনা দেখছি, যা প্রতিদিন আফগানির স্থিতিশীলতা আরও মজবুত করবে। একই সঙ্গে, আফগানির মান অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় আরও বাড়ানো প্রয়োজন।”

দা আফগানিস্তান ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর ২৬,০০০ মানুষ ছোট আকারের আর্থিক সহায়তার মাধ্যমে অর্থায়ন পেয়েছেন, এবং আরও ১৬,০০০ মানুষ ব্যাংকিং খাতের মাধ্যমে অর্থায়ন লাভ করেছেন।

ব্যাংকের আরও তথ্য দেখায়, গত বছরের তুলনায় ব্যাংকিং খাতের অর্থায়ন ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে ওয়াকফ আইন পাসের পর গুঁড়িয়ে দেওয়া হলো মাদরাসা

আনসারুল হক

পাকিস্তানে এবারো একদিন আগেই শুরু হচ্ছে রোজা?

নূর নিউজ

ইসরাইলে দূতাবাস খুলছে বাহরাইন : হামাস ও মুসলিম বিশ্বের নিন্দা

আলাউদ্দিন