ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটির জন্য কাল পর্যন্ত অপেক্ষা করুন।”

রোডম্যাপ ঘোষণার সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে তিনি আরও বলেন, এটার জন্য অনেক কিছু নির্ভর করছে। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।”

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, রোডম্যাপ কমিশনের অনুমোদন পেয়েছে। খুব শিগগিরই, এক-দুদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে ভারতের প্রতিক্রিয়া

নূর নিউজ

পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করলেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল

আলাউদ্দিন

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের অবদানের স্বীকৃতি দেয়ার দাবি

আনসারুল হক