ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে আফগানিস্তানে চীনা পররাষ্ট্রমন্ত্রী 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার (২০ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন, যেখানে তিনি আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ‘ষষ্ঠ চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় সংলাপে’ অংশ নেবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াং ই’র এই সফর তিন বছরেরও বেশি সময় পর আফগানিস্তান ভ্রমণ।

এর আগে গত সোমবার তিনি ভারত সফর করেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেন।

এ জাতীয় আরো সংবাদ

হেঁটে হজে যাচ্ছেন এনভার, পাড়ি দিয়েছেন ১০ দেশ

নূর নিউজ

আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলা, আহত শতাধিক

আনসারুল হক

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০, বিপর্যস্ত জনজীবন

নূর নিউজ