দল ও তৃণমূল চাইলে নির্বাচনে অংশ নেবেন মুফতি ইসমাইল সিরাজী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্দিরগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে মত দিয়েছেন বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী। তিনি বলেন, “দল এবং তৃণমূলের সিদ্ধান্তই আমার জন্য চূড়ান্ত হবে। তারা চাইলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো মনোনয়ন বাণিজ্য করে না, এবং এখানে ব্যক্তি উদ্যোগে নমিনেশন চাওয়ার সংস্কৃতি নেই। দল যদি তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

মুফতি ইসমাইল সিরাজী দীর্ঘ ১৭ বছর ধরে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল আল আকসা জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি তারতীলুল কোরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল এবং জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। তিনি একজন সফল ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত।

রাজনৈতিক সক্রিয়তা

২০১৩ সাল থেকে নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত মুফতি সিরাজী ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমীর ও নায়েবে আমীরের নির্দেশে রাজপথে সক্রিয় ছিলেন তিনি।

স্বাধীনতার পর থেকে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর দখলে থাকা রাজনীতি থেকে জনগণ মুক্তি চায় উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জবাসী বিগত ৫৩ বছরে যেসব ভুল করেছে, আমি বিশ্বাস করি তারা আর তা করবে না। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে এবার রায় দেবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ।’

এ জাতীয় আরো সংবাদ

মাদরাসা ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রির মূল হোতা শুভজিত মণ্ডল গ্রেপ্তার

আনসারুল হক

‌‌‘রাষ্ট্রীয়ভাবে কুরআন-সুন্নাহর আইন বাস্তবায়নে যুব সমাজের জাগরণ অপরিহার্য’

আনসারুল হক

লকডাউনে পোশাক কারখানা খুলে দেওয়া প্রতারণার শামিল : মুফতি ফয়জুল করীম

আনসারুল হক