দাওরায়ে হাদিস পরীক্ষা ২ ফেব্রুয়ারি ২০২৬

১৪৪৭ হিজরি মুতাবেক ২০২৬ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সময়সূচি ও নিবন্ধন কার্যক্রমের ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সর্বোচ্চ অথরেটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সংস্থার অফিস ব্যবস্থাপক মুফতি অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার স্থায়ী কমিটির ৬৫ নম্বর সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ইনশা-আল্লাহ আগামী বছরের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে সোমবার, ১৩/১৪ শাবান ১৪৪৭ হিজরি, ২ ফেব্রুয়ারি ২০২৬। শেষ হবে বৃহস্পতিবার, ২৩/২৪ শাবান ১৪৪৭ হিজরি, ১২ ফেব্রুয়ারি ২০২৬। তবে ৬ ফেব্রুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।

আগামী দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হবে ২০ সফর ১৪৪৭ হিজরি, ১৫ আগস্ট ২০২৫ থেকে। এবারও অন্যান্য বছরের মতো অনলাইনে নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধনের জন্য মাদরাসাগুলোর এডমিনদের https://hems.alhaiatululya.org ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছরের দাওরা পরীক্ষার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে নিয়মিত শিক্ষার্থীর জন্য ৬০০ টাকা, অনিয়মিতের জন্য ৭০০ টাকা এবং বিলম্ব ফিতে যথাক্রমে ৭০০ ও ৮০০ টাকা, সঙ্গে অনলাইন চার্জ ১% যুক্ত হবে। নিবন্ধনের সাধারণ সময় ২০ সফর থেকে ২০ রবীউল আউওয়াল পর্যন্ত এবং বর্ধিত সময় ২১ রবীউল আউওয়াল থেকে ৩০ রবীউল আউওয়াল পর্যন্ত চলবে।

প্রত্যেক পরীক্ষার্থীকে ব্যক্তিগত ফরম পূরণ করে সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সেই ফরমে মুহতামিম বা নাজিমে তালিমাতের স্বাক্ষর ও সিল থাকা আবশ্যক। এরপর মাদরাসার দায়িত্বপ্রাপ্ত এডমিন অনলাইনে ফরম দেখে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও দেশের ৩১২টি পরীক্ষাকেন্দ্র (মারকায) বহাল থাকবে। আগের যেসব মাদরাসা যে মারকাযে পরীক্ষা দিয়েছে, এবারও তারা সেখানে পরীক্ষা দিতে পারবে। নতুন মারকায প্রার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে। একই নিয়মে মারকায পরিবর্তনের আবেদনও করা যাবে।

নেগরান ও মুমতাহিনদের বিষয়েও সিদ্ধান্ত দেয়া হয়েছে। আগের বছরের নিয়োজিত নেগরান ও মুমতাহিনগণকে এ বছরও বহাল রাখা হয়েছে। তবে তাদেরকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে তথ্য জমা দিতে হবে। পরবর্তীতে প্রয়োজনে নতুনদের আবেদন নেওয়া হবে। যেসব মাদরাসা এবার প্রথমবার দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশ নিচ্ছে, তাদেরকে অনলাইনে মাদরাসার নাম দাখিল করতে হবে। তার আগে অবশ্যই সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন নিতে হবে এবং সেই প্রমাণপত্র সফটওয়্যারে আপলোড করতে হবে। আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ মাদরাসা প্রশাসন এবং দায়িত্বশীলদের নিবন্ধন কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামী লেখক ফোরামের কাউন্সিল আজ!

নূর নিউজ

নিউইয়র্কের ব্রঙ্কসে মুসল্লীদের উপর কৃষ্ণাঙ্গ যুবকের হামলা

আনসারুল হক

বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল

আনসারুল হক