দাবি না মানলে ৩ মে নতুন কর্মসূচি দেবে হেফাজতে ইসলাম

নারী সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী সুপারিশ ও কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ৩ মে মহাসমাবেশের প্রস্তুতি প্রায় শেষ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মহাসমাবেশে ব্যাপক লোকসমাগম হবে বলে জানানো হয়েছে। চায় দফা দাবি না মানলে সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি।

মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য রাখেন। এসময় হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে ‘ বিএসসিকিউ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠিত

নূর নিউজ

আওয়ামীলীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতে ইসলামের

আনসারুল হক

যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে সাড়া দিলো যেসব ইসলামীপন্থী দল

আনসারুল হক