দারুল উলুম দেওবন্দে হাদিসের দরস দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী

ভারতের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ সফর করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ইমারাতে ইসলামিয়ার শীর্ষ নেতা মাওলানা আমির খান মুত্তাকী।

শনিবার সকালে ভারত সফরের অংশ হিসেবে তিনি উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে পৌঁছান। সেখানে তিনি দারুল উলুমের মুহতামিম ও শীর্ষ উলামাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দারুল হাদিসে হাদিসের দরস প্রদান করেন।

সাক্ষাৎকালে মাওলানা মুত্তাকী দারুল উলুম দেওবন্দের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “দেওবন্দ শুধু ভারতের গর্ব নয়; বরং এটি পুরো ইসলামী বিশ্বের জন্য একটি আলোকবর্তিকা। এখান থেকে যে চিন্তা ও শিক্ষা ছড়িয়ে পড়েছে, তা আফগানিস্তানসহ বিশ্বের বহু অঞ্চলে ইসলামী চেতনার নবজাগরণ ঘটিয়েছে।”

দেওবন্দ কর্তৃপক্ষ অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তাকে সম্মাননা স্মারক ও দোয়ার মাধ্যমে বিদায় জানায়।

এ সফরকে কেন্দ্র করে দেওবন্দ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মাওলানা মুত্তাকীর এ সফর ভারত-আফগান সম্পর্কের নতুন এক অধ্যায় সূচনা করতে পারে।

উল্লেখ্য, মাওলানা আমির খান মুত্তাকী বর্তমানে ভারতের সরকারি আমন্ত্রণে নয়াদিল্লি সফরে রয়েছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

১৩ বছর পর মুক্তি পেয়ে মাদানীনগরে ফিরে এলেন মাওলানা আকবর হুসাইন

আনসারুল হক

পুলিশকে ৫০০ কোটি, দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চান মুসা বিন শমশের

নূর নিউজ

রাত পোহালেই উত্তরার দিয়াবাড়িতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’

নূর নিউজ