আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই বোনের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামে এই ঘটনা ঘটে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-লোহাচড়া গ্রামের মফিজউদ্দীনের দুই মেয়ে মহসেনা বেগম ও আশরাফা বেগম। তাদের বয়স ১২ বছর ও ১০ বছর।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায় দুই বোন। এসময় বজ্রপাত হলে দুই বোন মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের মাতম।

এ জাতীয় আরো সংবাদ

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

আনসারুল হক

আফগান জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক, সৌরবিদ্যুতে বিনিয়োগে আগ্রহ বাংলাদেশি কোম্পানির

আনসারুল হক

নিত্যপণ্যের অগ্নিমূল্যে দিশেহারা মানুষ

নূর নিউজ