দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের লেকচারার আসিফ মাহতাব উৎস হত্যার হুমকি পেয়েছেন। মঙ্গলবার ‘অ্যান্টার্কটিকা চৌধুরী’ নামে পরিচয়ধারী একটি ফেসবুক আইডি থেকে এ হুমকি দেওয়া হয়।

ফেসবুক পোস্টে ড. সরোয়ার হোসেনের কার্টুন এঁকে পাশে চাপাতির ছবি যুক্ত করে লেখা হয়, “কিল পাবলিক ফিগারস হু আর এগেইস্ট ইউর লিগ্যাল রাইটস।” অন্যদিকে আসিফ মাহতাব উৎসের স্কেচের পাশে লেখা হয়, “প্লে ফুটবল উইথ দ্য সার্ভড হেড অব পাবলিক ফিগারস হু আর এগেইস্ট ইউর লিগ্যাল রাইটস।” এই ছবিতে দু’জন ব্যক্তিকে লাথি মারতে উদ্যত ভঙ্গিমায়ও দেখানো হয়েছে।

ড. সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অবহেলিত জনস্বাস্থ্য বিষয়ে কাজ করে আসছেন। থ্যালাসেমিয়া, ডেঙ্গু ও শিশুদের স্থূলতা নিয়ে তার গবেষণা বিশেষভাবে পরিচিত। বর্তমানে তিনি আইইউবির স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয়ে অনারারি সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের বায়োটেক ডিভিশনে সিনিয়র ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।

আসিফ মাহতাব উৎস একজন পাবলিক স্পিকার ও শিক্ষক, যিনি সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে মতামত দেন। ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। কর্মজীবনে তিনি ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার, মাস্টারমাইন্ড স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত। ২০২৩ সালে সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প অপসারণের আহ্বান জানিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন, যা নিয়ে তুমুল বিতর্ক এবং শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

হুমকি প্রসঙ্গে ড. সরোয়ার হোসেন বলেন, “এটি শুধু আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতার জন্যও হুমকি। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি সাইবার ইউনিটের মাধ্যমে তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

আল্লাহর অতি প্রিয় যে ১২ আমল

আনসারুল হক

বাংলাদেশ আইম্মাহ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে দু’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ

যুবদল নেতাকর্মীদের পাথর মেরে মানুষ হত্যার ভিডিও ভাইরাল

আনসারুল হক