দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে দুই দেশের মধ্যে অন্তত ৫টি সমঝোতা স্মারক (MoU) ও ৩টি এক্সচেঞ্জ অব নোট স্বাক্ষরিত হবে।

প্রধান উপদেষ্টার সফরে অভিবাসন, বিনিয়োগ, গভীর সমুদ্রে মাছ ধরা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জ্বালানি খাতের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে চুক্তি হবে। এছাড়া হালাল ইকো সিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনীতিক প্রশিক্ষণ সম্পর্কেও সমঝোতা হবে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ আরও অনেকে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সমঝোতা স্মারক সই, যৌথ সংবাদ সম্মেলন এবং মালয়েশিয়ার পক্ষ থেকে আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তিনি। সফরকালে একটি ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

এ জাতীয় আরো সংবাদ

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস

নূর নিউজ

“সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে একটা নির্বাচন হবে”

নূর নিউজ

আর্জেন্টিনা দেবে তেল-চিনি, বাংলাদেশ পাঠাবে গার্মেন্ট পণ্য

নূর নিউজ