দুর্নীতি-মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের নেতৃত্ব দিতে হবে: মুফতি সিরাজী

সমাজের সর্বস্তরে দুর্নীতি ও মাদকের বিস্তার রোধে আলেমদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

বুধবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর খেয়াঘাট বাজারে সচেতন উলামা-ত্বোলাবা ঐক্য সংসদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও মাদক ছড়িয়ে পড়েছে। অনেক নেতৃত্বশীল ব্যক্তি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এই অস্থিরতা ও অবক্ষয়ের যুগে আলেমদের মসজিদ-মাদ্রাসার গণ্ডি পেরিয়ে সমাজ সংস্কারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মুফতি সিরাজী আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেমদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সৎ ও নির্ভীক নেতৃত্ব প্রয়োজন, আর আলেম সমাজ সেই গুণে গুণান্বিত। তাই ইনসাফপূর্ণ সমাজ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। যদি আলেমদের মাইনাস করে দেশ পরিচালনার চিন্তা করা হয়, তবে সেই ষড়যন্ত্রকারীদেরই মাইনাস করা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ইউসুফ এবং সঞ্চালনায় ছিলেন মুফতি মারজানুল বারী সিরাজী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
মাওলানা মাহবুবুর রহমান, মুফতি মহিউদ্দীন খান শাহিন, মাওলানা আলী আমজাদ, মাওলানা শাহিনুর রহমান, মুফতি মারুফ বিল্লাহ আমিনী ও মুফতি তানভীর হোসাইন প্রমুখ।

বক্তারা ঈদ পুনর্মিলনীর এ আয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থেকে সমাজ গঠনে আলেমদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমরা কাজ করছি: চরমোনাই পীর

আনসারুল হক

প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লাহ’র খোলা চিঠি

আনসারুল হক

স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতেই হবে : চরমোনাই পীর

আনসারুল হক