দেশের আলেম-বিশিষ্টজনদের ডাকে ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্বের মতো বাংলাদেশের জনসাধারণও ফুঁসে উঠেছে। দেশব্যাপী নজিরবিহীন বিক্ষোভের পর এবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আগামী শনিবার (১২ এপ্রিল) ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ।

এই কর্মসূচির ডাক দিয়েছেন দেশের আলোচিত ও জনপ্রিয় কয়েকজন আলেম, শায়খ ও স্কলার। সঙ্গে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বরা থাকবেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, Palestine Solidarity Movement, Bangladesh শীর্ষক এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বরেণ্য দাঈ শায়েখ আহমাদুল্লাহ, খ্যাতিমান স্কলার মিজানুর রহমান আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল কারীম আবরার, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সাদিক কায়িম, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ প্রমুখ।

ইতোমধ্যে তারা সবাই পৃথক পৃথক ভিডিও বার্তা দিয়েছেন। এর বাইরেও দেশবরেণ্য আলেম-উলামা ও স্কলাররা উপস্থিত থাকবেন।

জানা গেছে, এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাহবাগে বিকেল ৩টায় শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে দেশের সর্ববৃহৎ সমাবেশ করার পরিকল্পনা আয়োজকদের। দলমত নির্বিশেষে সবাইকে এই সমাবেশে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ছাত্রনেতারা।

এ জাতীয় আরো সংবাদ

একই দিনে রোজা-ঈদ পালনের উপায় খোঁজার আহ্বান অযৌক্তিক : খেলাফত মহাসচিব

আনসারুল হক

সপ্তাহ ব্যাপী ‘আবু নাখলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল সম্পন্ন

আনসারুল হক

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

নূর নিউজ