জাতীয় রাজনীতির বর্তমান চিত্র ক্রমশই ঘোলাটে ও অস্থির হয়ে উঠছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অ’গ্নিকাণ্ড, দলটি নিষিদ্ধের দাবির ঝড়, ভিপি নূরের উপর হা’মলা, রাজবাড়ীতে নূরা পাগলার মাজারে ভাঙচুর ও মরদেহে আ’গুন দেওয়ার ঘটনা, সুনামগঞ্জে জমিয়ত নেতার লাশ উদ্ধার—সব মিলিয়ে স্পষ্ট যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি গভীর সংকটে পড়েছে। সেনাবাহিনীর নীরবতা ও পুলিশের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
দেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সামান্য ভুল সিদ্ধান্তও বৃহৎ সংকটের জন্ম দিতে পারে। জনগণের একটি বড় অংশ ইউনুছ সরকারের প্রতি তাদের আস্থা হারাতে শুরু করেছে। শুরুর দিকে যে জনসমর্থনের জোয়ার দেখা গিয়েছিল, তা এখন ক্রমশ ক্ষয়িষ্ণু। এই পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে উত্তরণের পথ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো নির্বাচনী পদ্ধতি নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।
বিএনপি-জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে মতবিরোধ স্পষ্ট, কওমি ঘরানার ইসলামি দলগুলো সিদ্ধান্তহীনতায় ভুগছে। কেউ কেউ হেফাজতকে ব্যবহার করে বিএনপির কাছে গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করছে। অপরদিকে, মাজারভিত্তিক দলগুলো দীর্ঘদিন ধরে শাসকগোষ্ঠীর ছত্রছায়ায় থাকলেও তরিকত ফেডারেশন ব্যতীত কেউই প্রকৃত অর্থে রাজনীতিতে ভূমিকা রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে তারা নির্বাচনকেন্দ্রিক একটি নতুন জোট গঠনের মাধ্যমে সক্রিয় হয়েছে।
দেশ জুড়ে এই অস্থিরতা ও বিশৃঙ্খলার সুযোগ নিতে পারে ৫ আগস্টের পরাজিত ফ্যাসিবাদী শক্তি। কাজেই রাজনৈতিক বিভাজনের বদলে এই মুহূর্তে ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তির একতাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন প্রয়োজন বৃহত্তর জাতীয় ঐক্য।
অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জাগ্রত হতে হবে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। জনগণের জানমাল রক্ষার দায়িত্বে কোনোরকম শৈথিল্য বরদাশতযোগ্য নয়। পাশাপাশি বিচার ও সংস্কার কার্যক্রমের গতি বাড়াতে হবে, নচেৎ জনগণের আস্থা ফেরানো অসম্ভব হয়ে পড়বে।
আসন্ন ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এটা আমাদেরও চাওয়া। কিন্তু সেই পথ রচনা করতে হলে এখনই রাজনৈতিক দলগুলোকে মতানৈক্য দূর করে জাতির বৃহত্তর স্বার্থে এক টেবিলে বসতে হবে।
মনে রাখতে হবে, এই দেশ আমাদের সবার। সংকট থেকে উত্তরণে দায়িত্বও আমাদের সবার। এখনই সময় বিচ্ছিন্নতার নয়, জাতীয় ঐক্যের।
আনসারুল হক ইমরান
সম্পাদক, নূর নিউজ ২৪