ভারত-পাকিস্তান চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নূর নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আনসারুল হক ইমরান।
বুধবার (৭ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান বিশ্ব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সামরিক শক্তির প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আধুনিক সামরিক সরঞ্জামের সমন্বয়ে সমৃদ্ধ সামরিক ভান্ডার গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “সেনাবাহিনীকে সর্বস্তরে ঢেলে সাজাতে হবে। ভারতপ্রীতিশীল ও মোনাফেক স্বভাবের সদস্যদের অপসারণ করতে হবে, কারণ তাদের উপস্থিতি দেশের নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি করতে পারে।”
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এক হওয়ার আহ্বান জানিয়ে আনসারুল হক ইমরান বলেন, “দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই। রাজনীতি যার যার, কিন্তু দেশটা আমাদের সবার। আমরা কোনো দেশের গোলামী চাই না—আমরা চাই স্বাধীনভাবে, সম্মানের সঙ্গে নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকতে।”
বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকেও যথাযথ সামরিক প্রস্তুতি ও জাতীয় ঐক্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।