দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু

নূর নিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৫৬ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩ হাজার ৩১৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের। করোনায় মারা গেছেন ১৩ হাজার ২৮২ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ জাতীয় আরো সংবাদ

ব্যস্ততা ফিরেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে

নূর নিউজ

একদফার আন্দোলন, তফসিল‌ ঘোষণার আগেই রাজপথে সমাধান করতে চায় বিএনপি

নূর নিউজ

হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন আল্লামা বাবুনগরী

আনসারুল হক