দোহায় হামলা নিয়ে কাতারের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির কাছে দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস থেকে এক ফোন কলে তিনি এই দুঃখপ্রকাশ করেন।

৩০ (সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল হামাসের জ্যেষ্ঠ নেতারা। হামলায় ৫ জন হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা প্রহরী নিহত হন।

এ ঘটনায় পুরো দোহায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাতার এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছিল।

নেতানিয়াহু ফোনালাপে কাতারের ভূখণ্ডে হামলা চালানো ও নিরাপত্তা প্রহরীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেন। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে কাতারের ভেতরে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ, টাইমস অব ইসরায়েল, আল-আরাবিয়া ও অ্যাক্সিওসের তথ্যমতে, এই হামলার ফলে গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির জন্য কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর কাতার আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল।

সূত্র: ডেইলি জং

এ জাতীয় আরো সংবাদ

মক্কায় ইসলামিক স্কলারদের আন্তর্জাতিক সম্মেলন

নূর নিউজ

পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনে যেতে পারবেন নারীরা

নূর নিউজ

ইমরান উৎখাতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, বেরিয়ে এলো মদদদাতা রাষ্ট্রের নাম

নূর নিউজ