নজরুল ইসলাম আজাদের সমর্থনে জমিয়তের নির্বাচনী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের সমর্থনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা পশু হাসপাতাল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে এবং মাওলানা মারুফ বিল্লাহ মাদানী ও মাওলানা নকিবুল ইসলামের যৌথ পরিচালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল হক জুয়েল, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার প্রচার সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা, আড়াইহাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কাসেমীসহ মাওলানা এখলাছুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামসুল হক, আলহাজ্ব ক্বারী আব্দুল হক, কাজী সিফাত ও কাজী ফয়সাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসলাম, মুসলমান, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে আলেম সমাজ ঐক্যবদ্ধ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, তথাকথিত জামায়াত জোট ইসলাম নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। ইসলাম ও দেশের প্রকৃত কল্যাণে এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়াই আজ সময়ের দাবি।

সভায় আড়াইহাজার উপজেলার বিভিন্ন পর্যায়ের ইমাম, খতিব, আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভা থেকে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে সর্বস্তরের আলেম সমাজের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

ওমরা পারনে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিক ও রিয়াদ

নূর নিউজ

আগে ফখরুলের জামিন শুনানির এতো তাড়া ছিল, এখন নেই কেন: হাইকোর্ট

নূর নিউজ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম গ্রেফতার

আনসারুল হক