নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে কাতার প্রবাসীদের মতবিনিময় সভা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

১৪ আগস্ট বিকাল চারটায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত “Meet the Ambassador” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। প্রাণবন্ত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান।

সভায় প্রবাসী নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের পরামর্শ দেন। বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ইমেজ গড়ে তুলতে এসব পরামর্শকে সময়োপযোগী বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনোযোগের সাথে সব প্রস্তাবনা লিপিবদ্ধ করেন এবং দূতাবাসের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “কমিউনিটির সবাই একসাথে কাজ করলে অচিরেই সব সমস্যার গ্রহণযোগ্য সমাধান সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. খায়ের উদ্দিন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদ-উল কবির, প্রথম সচিব (রাজনৈতিক) আবদুল্লাহ আল রাজী, দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ ড. হাবিবুর রহমান, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, হাফেজ আনোয়ারুল ইসলাম, লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. আমিনুল হক, প্রকৌশলী আরিফ উদদৌল্লাহ পাহলোয়ান, কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান সাজু, আলমগীর হোসেন আলী, সালেহ আহমদ খোকন মহিউদ্দিন কাজল, এম.এম. নূর, ইয়াসিন মিয়া, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মাওলানা ইউসুফ, আমিন রসুল সাইফুল, ক্রিকেটার আমিনুল ইসলাম, সি.আই.পি শাখাওয়াত খান, সাংবাদিক ই.এম. আকাশ, প্রকৌশলী মনিরুল হক, প্রকৌশলী আবদুল মুকিত, সিরাজুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রবাস আয় বেড়েছে যুক্তরাষ্ট্র থেকে

নূর নিউজ

দেশে ফিরেছেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি

নূর নিউজ

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নূর নিউজ