নবীজির শিক্ষা ও আদর্শ প্রতিটি যুগ ও প্রজন্মের জন্য দিশারি : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও আদর্শ প্রতিটি যুগ ও প্রজন্মের জন্য দিশারি হয়ে আছে এবং তা অনুসরণেই নিহিত রয়েছে বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও মুক্তি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, “মহানবী (সা.) ছিলেন রাহমাতুল্লিল আলামিন—সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহ তাঁকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন।”

তিনি আরও বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য ও মহৎ গুণের জন্য কোরআনে মহানবীকে ‘উসওয়াতুন হাসানাহ’ বা সুন্দরতম আদর্শ হিসেবে অভিহিত করা হয়েছে। তাঁর শিক্ষা প্রতিটি প্রজন্মকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করছে।

প্রধান উপদেষ্টা বলেন, নবীজির অনুপম জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণই আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে ন্যায়, শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে। তিনি সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হওয়ার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার মাঝে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। মহানবী (সা.)-এর জীবনাদর্শ লালন ও অনুসরণের মধ্য দিয়েই আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত হবে।’

এ জাতীয় আরো সংবাদ

হিজরি নববর্ষ থেকে আবারও ওমরাহ শুরু

নূর নিউজ

আকীকার পশু কেনার পর সন্তান মারা গেলে কী করবেন?

নূর নিউজ

জন্মের পর কানে আজান-ইকামাত দেয়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নূর নিউজ