নিইয়র্কের গভর্নর পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্লাজিও

নিউইয়র্কের গভর্নর পদের নির্বাচনে আর লড়বেন না সিটির সাবেক মেয়রকে বিল ডি ব্লাজিও। মঙ্গলবার ব্লাজিও টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন ‘না, আমি নিউইয়র্ক গভর্নরের প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছি না। কিন্তু আমি নিউইয়র্কে সবরকমের বৈষম্য দূর করতে আমার সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত।

তিনি বলেন, ‘নিউইয়র্ক রাজ্যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের শরীরের প্রতিটি কোষ উৎসর্গ করব।

সম্প্রতি সিয়েনা জরিপে জনসমর্থনে বর্তমান গভর্নর হোচুল ব্লাজিও থেকে ৩৪% এগিয়ে আছেন। এই জরিপের পর ডি ব্লাজিও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

টুইট বার্তায় ব্লাজিও নিজেকে কিছু আত্ম-বিনয়ীমূলক ব্যঙ্গও করেন।

ব্লাজিও ২০২১ সালের সালের শেষের দিকে অফিস ছেড়েছিলেন এবং ২০২২ সালের গভর্নরের জন্য কয়েক মাস ধরে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি জনসেবায় থাকতে চান এবং দেশের বৃহত্তম শহরের মেয়র হিসেবে তার আট বছরের জন্য গর্বিত বোধ করেন।

৬০ বছর বয়সি ডি ব্লাজিওর প্রায়ই নিউইয়র্কের প্রাক্তন গভর্নর এন্ড্রু ক্যুমোর সঙ্গে বিবাদে লেগে থাকত। এন্ড্রু ক্যুমো ২০২১ সালে অনেক মহিলাকে যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে গভর্নর পদ থেকে ইস্তফা দেন।

এ জাতীয় আরো সংবাদ

দারুল উলুম নিউ ইয়র্কের ফারেগীনের মাথায় পাগড়ি

নূর নিউজ

ট্রাম্প-বাইডেনের পর যুক্তরাষ্ট্রের হাল কে ধরছেন

নূর নিউজ

পুতিনের সঙ্গে সামরিক বাহিনীর উত্তেজনা দেখা দিয়েছে: যুক্তরাষ্ট্র

নূর নিউজ