নিউইয়র্কে মুহাররম ও আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা সভা শুক্রবার

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত আন-নূর মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে পবিত্র মুহাররম মাস ও আশুরা উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

“মুহাররম ও আশুরা: করণীয় আমল ও বর্জনীয় কুসংস্কার” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ৪ জুলাই ২০২৫, স্থানীয় সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত।

  • প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন —
    মুফতি মিজানুর রহমান সাঈদ,
    প্রতিষ্ঠাতা পরিচালক, শাইখুল হাদিস ও প্রধান মুফতি, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।
  • বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন —
    মুফতি মুহাম্মাদ ঈসমাইল,
    প্রিন্সিপাল, আন-নূর কালচারাল সেন্টার, নিউইয়র্ক।

আলোচনা শেষে উপস্থিত মুসল্লিদের জন্য নৈশভোজের (Dinner) আয়োজন থাকবে।

অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন মাওলানা মুজিবুর রহমান, ইমাম, আন-নূর মসজিদ।

স্থান: আন-নূর মুসলিম কমিউনিটি সেন্টার, ৩৭-২৮, ৭৫তম স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২।

আয়োজকদের পক্ষ থেকে সকলকে এ মহতী আয়োজনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সহিংসতার আশঙ্কায় সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের সব রাজ্য

আনসারুল হক

গায়ে রক্ত মেখে মৃতের ভান করে শুয়ে ছিল ১১ বছরের সেরিলো

নূর নিউজ

ফের যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ল, ১৪ বছরে সর্বোচ্চ

নূর নিউজ