নিউইয়র্কে আন-নূর ইনস্টিটিউটে কোরআনের রাত ও কিরাত আসিম সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউইয়র্কের এলমহার্স্টে আন-নূর ইনস্টিটিউটের আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ‘কোরআনের রাত ও কিরাত আসিম সমাপ্তি অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

মাগরিবের নামাজের পর বিকেল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, কিরাত পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আন-নূর ইনস্টিটিউটের প্রশিক্ষক ও মসজিদ আল-ইখলাসের ইমাম মুফতি মুজুল আই. চৌধুরী। অতিথি পাঠক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম এনওয়াই-এর প্রশিক্ষক ও মাদানী একাডেমির প্রিন্সিপাল মুফতি মুজিবুর রহমান, মুহাম্মদী মসজিদ ও আল-কাউথার ইনস্টিটিউটের প্রশিক্ষক মুফতি আমিনুল ইসলাম, বায়তুল আবরার ইনস্টিটিউটের প্রশিক্ষক ও মদিনা মসজিদের ইমাম মাহদী আই. চৌধুরী, এবং মাদানী একাডেমির প্রশিক্ষক ক্বারী আবদুর রহমান হাফিজ আলী।

অনুষ্ঠানে বক্তারা কোরআনের শিক্ষা ও তেলাওয়াতের আদব, কিরাতের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে কোরআন চর্চা বিস্তারে ইনস্টিটিউটের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় এলাকাবাসী, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি নিউ ইয়র্কের এলমহার্স্টে 74-30 Woodside Ave, Elmhurst, NY 11373 ঠিকানায় অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তাড়াতে আরেকটি বিল পাস

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে এপ্রিলে চাকরি হয়েছে ৪ লাখ ২৮ হাজার জনের

নূর নিউজ

বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর, বাড়ছে উত্তেজনা

আনসারুল হক