নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক নিহত

নিউইয়র্কের ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার অনুমানিক রাত ১০.২৫ মিনিটে হাসানের গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা যায়, হাসান কুইন্স বাউন্ড বেল্ট পার্কওয়ের পূর্বদিকে টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন। তখন পিছন থেকে দ্রুত গতিতে আসা বিএমডাব্লিউর চালক হাসানের গাড়িতে ধাক্কা দেন। এতে হাসানের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হাসানকে স্থানীয় লুথারান মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত আরও দুই গাড়ির চালকে নিউয়র্কের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

উল্লেখ্য, রাকিবুল হাসানের দেশের বাড়ি নোয়াখালী জেলায় সোনাইমুড়ী উপজেলায়। হাসান ব্রুকলিনের বায়তুল হামদ মসজিদের খাদেম আবুল কাসেমের ভাগিনা।

তার অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে।

এ জাতীয় আরো সংবাদ

শ্বশুর ফিলিস্তিনি, যুক্তরাষ্ট্রে ভারতীয় অধ্যাপক গ্রেপ্তার

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের আরও দুই অঙ্গরাজ্যে বন্দুক হামলা, নিহত ৬ আহত ১৬

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬, আহত বহু

নূর নিউজ