নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল জমিয়তের এমপি মনোনয়ন প্রত্যাশীর লাশ

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা দিরাই উপজেলার শ্যামনগর এলাকায় পুরান সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পরে শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন মোস্তাক আহমদ। বুধবার তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। এদিকে বৃহস্পতিবার জেলা ও উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা তার সন্ধান দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

জানা গেছে, মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ছিলেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের স্থানটি দিরাই ও শান্তিগঞ্জ দুই থানার সীমানা এলাকায় অবস্থিত।

এ জাতীয় আরো সংবাদ

টেক্সাসে বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার

আনসারুল হক

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নূর নিউজ

একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, তারা সেই চেষ্টা করেছে

নূর নিউজ