নিজেদের গুলিতেই ২ ইসরাইলি সৈন্য নিহত

নিজ বাহিনীর অপর সদস্যের গুলিতে নিহত হয়েছেন ইসরাইলের দুই সৈন্য। জর্ডান ভ্যালিতে একটি সেনা ক্যাম্পের কাছে রাতে নিরাপত্তা টহলের সময় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সেনা কর্তৃপক্ষ।

সেনা সূত্র বলছে, তাদেরকে চিনতে ভুল করে সহকর্মীরা গুলি করায় এ ঘটনা ঘটেছে। সেনা সূত্র আরো বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে।নিহত সৈন্যরা হলেন, মেজর আফেক আহারন (২৮) ও মেজর ইতামার ইলহারার। দুজনই ছিলেন কোম্পানি কমান্ডার।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন।

সূত্র : এবিসি নিউজ/এপি

এ জাতীয় আরো সংবাদ

বন্ধ হয়ে যেতে পারে আমেরিকান নাগরিকদের দেশে ফেরা

আনসারুল হক

বিদেশিদের জন্য অনলাইনে ওমরাহ ভিসা চালু

নূর নিউজ

নিউইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি, মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা

নূর নিউজ