নির্বাচনে বিএনপির চেয়ে এগিয়ে আছে জামায়াতে ইসলামী : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আসন্ন নির্বাচনে প্রস্তুতির দিক থেকে জামায়াত বিএনপির চেয়ে এগিয়ে আছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর শহরের তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে এবং লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণাও শুরু করেছে। তাই তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পিআর পদ্ধতি একটি সাংগঠনিক বিষয়, যা পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। বিএনপি ৩১ দফা দাবির ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে সব রাজনৈতিক দলই অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে শামসুজ্জামান দুদু সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের কাছে তারেক রহমানের ‘সম্প্রীতির বাংলাদেশ গড়ার’ বার্তাও পৌঁছে দেন।

এ জাতীয় আরো সংবাদ

রোহিঙ্গা সুন্দরী নারীরা জড়িয়ে পড়ছে যৌন পেশায়

নূর নিউজ

১৬ ডিসেম্বরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ: গৌতম আদানি

নূর নিউজ

শিক্ষামন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের মতবিনিময়, পাঠ্যবই সংশোধনের আশ্বাস

নূর নিউজ