নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

সোমবার ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পূর্বের নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্যও মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, দেশের গণমাধ্যম সঠিক ও দায়িত্বশীল সংবাদ প্রচারের মাধ্যমে আশপাশের অনেক দেশের মিথ্যা খবর প্রচার বন্ধ করার কাজ সফল হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

টঙ্গীতে অসহায় শিশুদের খাবার খাওয়াচ্ছেন ইবিট লিও

নূর নিউজ

সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নূর নিউজ

শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণের বিকল্প নাই

আনসারুল হক