নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি নয়: প্রেসসচিব

নির্ধারিত সময় অনুযায়ীই বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, “আগামী পাঁচ-ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো সেই সময়সূচিতেই আছি, যেটা প্রফেসর ইউনূস উল্লেখ করেছিলেন। এ নির্বাচনে একদিনও পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত “বিএসআরএফ সংলাপ”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর। বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রেসসচিব বলেন, “প্রথমে এপ্রিলের শুরুতে নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয়েছিল। পরে বিভিন্ন সংস্কার ও অগ্রগতি বিবেচনায় ফেব্রুয়ারির সময় ঠিক করা হয়। এখনো আমরা সেই সময়সীমাতেই অবস্থান করছি।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা চাই এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। অতীতে নির্বাচনে কিছু না কিছু সহিংসতা ঘটেছে। তবে এবার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে সহিংসতাকে শূন্যের কোটায় নামিয়ে আনার।”

এই বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নেই : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

আমি শেখ মুজিবের মেয়ে এটা মনে রাখবেন: প্রধানমন্ত্রী

নূর নিউজ

বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে যা বললেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

নূর নিউজ