নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস আলম

নির্বাচনের আগেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সারজিস আলম এ কথা বলেন।

এসময় সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর কোনো যৌক্তিক ব্যাখ্যাও দিতে পারেনি। এটা স্পষ্ট যে, কমিশন কোনো না কোনো চাপে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান প্রতীক দেয়া নিয়ে চাপে পরাজিত হয়, তাহলে নির্বাচন শুরু হওয়ার আগেই এর স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা আইনগতভাবে বৈধভাবে আবেদন করেছি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আশা করছি এনসিপি শাপলা প্রতীক পাবে।’

এ দিকে আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। তারা পাচার করা টাকা দেশে পাঠিয়ে মাঝে মাঝে টোকাই মিছিল বের করছে। এগুলো প্রকৃত আওয়ামী লীগের মিছিল না।’

আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বলেন, ‘অনেকে বলে আওয়ামী লীগের ৩০ বা ৫০ শতাংশ সমর্থন আছে- আসলে তারা কখনোই এত জনসমর্থন পায়নি। তাদের প্রোগ্রামে যেসব লোক দেখানো হয়, সেগুলো ভাড়াটে লোক। যদি সত্যি তাদের এত সমর্থন থাকতো, তাহলে জুলাইয়ের অভ্যুত্থানে তারা মাঠে থাকতো।’

এ জাতীয় আরো সংবাদ

হারিয়ে যাওয়া আল-আযহারের মেধাবী শিক্ষার্থী রাকিনের সন্ধান চেয়ে আজহারির পোস্ট

নূর নিউজ

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

আনসারুল হক

ক্ষুধার্ত মানুষের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের খাবার বিতরণ

আনসারুল হক