নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার সিরাজী বাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ পড়ে আহনাফ আবিদ (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে।

গতকাল বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আহনাফ আবিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল ওয়াহাবের ছেলে এবং ইসলামিয়া মডেল মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে মাদ্রাসার প্রাঙ্গণে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় পাশের নির্মাণাধীন ভবনের ওপর থেকে ভারী কাঠ জাতীয় বস্তু আহনাফের মাথায় পড়ে, এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, ভবনটি অনুমোদন ছাড়াই নির্মিত হচ্ছিল এবং নির্মাণ নীতিমালা লঙ্ঘন করা হয়েছিল।

ইসলামিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, ভবন নির্মাণে কোনো নিরাপত্তা বেষ্টনি ছিল না এবং সংলগ্ন স্থাপনায় ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছিল। শিশুদের নিরাপত্তার বিষয়ে ভবন মালিককে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি।
নিহতের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, স্থানীয়রা ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ জাতীয় আরো সংবাদ

জুলাই সনদ ও পিআর দাবীতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে : চরমোনাই পীর

আনসারুল হক

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান

আনসারুল হক

মাছ-মাংস-মুরগি- সবজিতে ‘আগুন’, ভোক্তাদের নাভিশ্বাস

নূর নিউজ