মাইলস্টোন ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ঢুকে নিষিদ্ধ লীগের সন্ত্রাসীরা স্যাবোট্যাজ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানান।
বিবৃতিতে তারা শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমর্থন করে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো শুধু মেনে নেয়াই নয়, অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করেও দেখাতে হবে। কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢুকে নিষিদ্ধ লীগের সন্ত্রাসীরা স্যাবোট্যাজ করার ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। যেকোনো মূল্যে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে আমরা আপামর ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। আর যারা গোপনে দলীয় রাজনৈতিক স্বার্থে এবং লুটের টাকার ভাগ পেতে আঁতাত করে লীগের পুনর্বাসনের চেষ্টা করছে, তারা জনগণের কাছে অচিরেই প্রত্যাখ্যাত হবে।
অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের ঠেকাতে ব্যর্থ উল্লেখ করে তারা আরো বলেন, এক বছর হয়ে গেলেও নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসীদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেপ্তারপূর্বক বিচার নিশ্চিত করতে পারেনি সরকার। লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ জারি রাখতে না পারার কারণে তারা ছদ্মবেশে স্যাবোট্যাজ করার সুযোগ পাচ্ছে। এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কারণ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে মৌলিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত করতে চরম ব্যর্থ হয়েছে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ।
তারা আরো বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির দায় সরকার ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগই নয়, বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদেরও পদত্যাগ করতে হবে। উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে একটি ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ যুদ্ধবিমান উড়তে পারে এর জবাব সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে। আমরা দেশের কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে পারি না৷