নিহত সাবেক সেনা কর্মকর্তার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

নূর নিউজ ডেস্ক: পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী সিনহা রাশেদের মাকে ফোন করেন।

নিহত রাশেদের পরিবারের সদস্যরা গণমাদ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাশেদের মাকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।

রাশেদের মা নাসিমা আক্তার বলেন, সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। ছেলের এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘আমিও একই পথের পথিক। আপনারে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি।’

নাসিমা আক্তার বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ছেলেকে ফিরে পাব না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে।

এ জাতীয় আরো সংবাদ

হেফাজতের সঙ্গে আলোচনা হতে পারে, দুষ্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আনসারুল হক

জুমার নামায পড়ে ফেরার পথে দেয়াল ধসে প্রাণ হারালেন ২ মুসল্লি

আলাউদ্দিন

আগামীকাল সাংবাদিকদের মুখোমুখি হবেন শেখ হাসিনা

নূর নিউজ