নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তাঁর দাবি, জামায়াত ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করে দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। কর্মসূচিটি আয়োজিত হয় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী এক নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে।

আমানউল্লাহ আমান বলেন, ‘ছাত্রশিবিরের মূল সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে কোনো নির্বাচন চায় না। সারা দেশে মবক্রেসি তৈরি করে দেখাতে চাইছে—বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। এর পেছনের উদ্দেশ্য হলো নির্বাচন বিলম্বিত করা।’

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার উভয় পক্ষেই জামায়াতের সম্পৃক্ততা আছে। উদ্দেশ্য হচ্ছে, ভেতর থেকে নাশকতা সৃষ্টি করে পরিস্থিতিকে ঘোলাটে করা এবং জনগণকে বোঝানো যে দেশে এখন নির্বাচন সম্ভব নয়।

ছাত্রদল এই নেতা বলেন, “প্রতিটি ঘটনার পর জামায়াতের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া হয়—দেশে যদি এ অবস্থা চলে, তাহলে নির্বাচনের কী পরিস্থিতি হবে? আসলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রই চলছে, আর মানুষ এখন সেটা বুঝতে পারছে।”

ডাকসু নির্বাচন নিয়ে রিটকারী নারী শিক্ষার্থীকে হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “শিবির সব সময় বলে তারা চেইন অব কমান্ড মেনে চলে। তাহলে তাদের নেতা-কর্মীরা যে নারী কর্মীকে হেনস্তা করেছে, সেটা কি তাদের কমান্ড চেইনের ভেতরে পড়ে না? যদি তা-ই হয়, তবে এটিই তাদের আদর্শিক অবস্থান।”

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরকে জয়ী করার অপচেষ্টা চলছে অভিযোগ করে আমান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতপন্থী। তারা এক সংগঠনকে জেতাতে সব ধরনের চেষ্টা করছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো রগ কাটার ইতিহাস আমরা আমাদের শরীরের একবিন্দু রক্ত থাকতে ফিরে আসতে দেব না।”

এ জাতীয় আরো সংবাদ

রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে প্রার্থীদের নাম ঘোষণা

আনসারুল হক

ধানমন্ডি ৩২ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার

আনসারুল হক

আওয়ামী লীগ নিজেরাই ‘জঙ্গি’: আমির খসরু

নূর নিউজ