উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে মহামান্য হাইকোর্ট কর্তৃক রায় প্রদানে শুকরানা সভা করেছে সংগঠনটির কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদ। এ সভায় নেতৃবৃন্দ হাইকোর্টের এ রায় কেবল নেজামে ইসলাম পার্টি নয়; ইসলামী রাজনীতির ময়দানেই এক নবদিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
(বুধবার) ৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় শহরের এক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। তিনি বলেন, নেজামে ইসলাম পার্টি উপমহাদেশে ইসলামী রাজনীতির পথিকৃৎ সংগঠন। বৃটিশ বিরোধী আযাদী আন্দোলনে এ সংগঠনের সংগ্রামী নেতৃত্বের সাহসী ভূমিকা ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। স্বতন্ত্র মুসলিম আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলন, ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচনেও নেজামে ইসলাম পার্টির দূরদর্শিতাপূর্ণ অংশগ্রহণ ও অভূতপূর্ব সফলতা ইতিহাস স্বীকৃত। ইসলামী রাষ্ট্রব্যবস্থার ২২ দফা মূলনীতি প্রণয়ন ও পাশকরণ নেজামে ইসলাম পার্টিরই ঐতিহাসিক কৃতিত্ব। এছাড়াও স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলন এবং তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠীর জুলুম-বৈষম্য বিরোধী আন্দোলনসহ ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐতিহ্যবাহী এ সংগঠনের গৌরবোজ্জ্বল অবদান অনস্বীকার্য । তবুও এতদিন পর্যন্ত প্রাচীনতম এ ইসলামী রাজনৈতিক দলকে নিবন্ধন না দিয়ে চরম বৈষম্য ও জুলুম করা হয়েছে। ২ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে মহামান্য হাইকোর্ট প্রদত্ত রায়ের মাধ্যমে দীর্ঘদিনের জুলুম- বৈষম্যের অবসান হয়েছে। এ জন্য আমরা আল্লাহ তা’আলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটি আমাদের আকাবির-আসলাফের ইখলাস, চোখের পানি ও নেতাকর্মীদের আত্মত্যাগের ফসল। এ সফলতায় উজ্জীবিত হয়ে মাঠে-ময়দানে নিষ্ঠার সাথে সাংগঠনিক দাওয়াতী কাজ করতে হবে।
ঈদগাঁও উপজেলা সদস্য সচিব মাওলানা হাফেজ মিজানুল হকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। মুখ্য আলোচনা করেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। তিনি ইসলামী রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম তরান্বিত করার ক্ষেত্রে নেজামে ইসলাম পার্টির নিবন্ধন ফিরে পাওয়ার এ ঐতিহাসিক রায়কে সফলতার এক উজ্জ্বল মাইলফলক বলে আখ্যায়িত করেন।
জেলা যুগ্ম -সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নায়েবে আমীর আমীর মাওলানা হোসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, চকরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দুল আলম, সাংগঠনিক মাওলানা আব্বাস মুসা, সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা কারী বজলুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা এড. ঈসা মাহমুদ হাসেমী, রামু উপজেলা নায়েবে আমীর মাওলানা হাফেজ আজিজুল হক মক্কী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক মাওলানা যায়নুল আবেদীন, কক্সবাজার পৌর সাধারণ মাওলানা মুফতি ইউছুফ মক্কী, খুরুশকুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা হাফেজ মোহাম্মদ শফি, জেলা ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু, রামু উপজেলা সভাপতি হাফেজ নুরুল আলম, উখিয়া উপজেলা সভাপতি মুহি উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক আহমদ ইয়াছিন।
আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে এ সভা শেষ হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাংক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দলটির নিবন্ধন প্রদান না করায় দলটির মহাসচিব মাওলানা মুহাম্মদ মুসা বিন ইযহার পিটিশনার হয়ে হাইকোর্টে পিটিশনটি দায়ের করেন।
পিটিশনার এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। আর নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করে এএনএম আশিকুর রহমান খান।