হিযবুত তওহীদ ও ‘দেশের পত্র’ পত্রিকা বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

উগ্রবাদী সংগঠন হিযবুত তওহীদের কার্যক্রম ও তাদের প্রচারমাধ্যম “দেশের পত্র” বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১১ জুন) সকাল ১০টায় নোয়াখালীর চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হেফাজতের নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবিরের সভাপতিত্বে এবং মুহাম্মদ আরাফাত বিন জাহাঙ্গীর, মোবারক বিন মোর্শেদ ও মুহাম্মাদ মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় মানববন্ধনটি শুরু হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কবির বলেন, “হিযবুত তওহীদ একটি অবৈধ, উগ্র ও রাষ্ট্রবিরোধী সংগঠন। নোয়াখালীসহ সারা দেশে এদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তাদের মুখপত্র ‘দেশের পত্র’ বন্ধ করতে হবে।” তিনি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা মুমিনুল হক চৌধুরী (বিশিষ্ট লেখক), মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম (প্রচার সম্পাদক, হেফাজত লক্ষ্মীপুর), মাওলানা গাজী আল মাহমুদ (সভাপতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গাজীপুর), মাওলানা ইনামুল হাসান ফারুকী (সহ-সেক্রেটারি, হেফাজত নোয়াখালী), বাইজিদ আজমাঈন (আরবী প্রতিবেদক, ঢাকা), মাওলানা ইমরান নোমানী (প্রচার সম্পাদক, হেফাজত নোয়াখালী), মাওলানা মারুফ হোসাইন (খতীব, জেলা পুলিশ লাইন জামে মসজিদ), মাওলানা হাবিবুর রহমান (সভাপতি, যুব মজলিস নোয়াখালী), মুফতী সাইফুল ইসলাম ধর্মপুরী (সহ-দপ্তর সম্পাদক, হেফাজত সদর উপজেলা), মাওলানা আব্দুল কাইয়ুম (সভাপতি, খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ), মাওলানা নূরুল আমিন তায়েফী (প্রবাসী আলেম), মাওলানা ইসমাইল সিরাজী (সহ-সেক্রেটারি, খেলাফত মজলিস নোয়াখালী উত্তর), এবং মাওলানা ফয়জুল্লাহসহ অনেকে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান—জাতীয় নিরাপত্তা রক্ষায় হিযবুত তওহীদের মতো বিভ্রান্তিকর গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় উপজেলা জমিয়ত

আনসারুল হক

তৃতীয় দিনে সড়কে মানুষ-যানবাহনের উপস্থিতি কিছুটা বেড়েছে

আনসারুল হক

ডিজিটাল নিরাপত্তা আইন সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে: নূর

আলাউদ্দিন