নোয়াখালীতে উগ্রপন্থি সংগঠন হিযবুত তওহীদের কার্যক্রম এবং তাদের প্রকাশিত পত্রিকা দেশের পত্র বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় মাইজদীতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী। তিনি বলেন, “অবৈধ, দেশদ্রোহী ও সন্ত্রাসী সংগঠন হিযবুত তওহীদের সকল কার্যক্রম নোয়াখালীসহ সারাদেশে অবিলম্বে বন্ধ করতে হবে। একইসাথে তাদের প্রকাশিত দেশের পত্র পত্রিকাও বন্ধ ঘোষণা করতে হবে।” তিনি সংগঠনটির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সরকার ও প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী মাইজদী পৌর শাখার সভাপতি মাওলানা আবদুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ও লেখক মুফতী আমির জিহাদী, তাজকিয়া টিভির সম্পাদক মোহাম্মদ রিফন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মুহাম্মাদ মোবারক বিন মোর্শেদ, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মুহাম্মাদ আবদুর রহমান জিহাদী, হাফেজ জুনায়েদ সিদ্দিকী, শাহিদুল ইসলামসহ অনেকে।