নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিল ভারত : বিবিসি

ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন একদল রোহিঙ্গা শরণার্থী। তাদের দাবি, দিল্লি থেকে আটক করার পর নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘের ভাষ্যে, এভাবে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে ভারত তাদের জীবনকে ‘চরম ঝুঁকির’ মুখে ঠেলে দিয়েছে।

বিবিসি জানায়, গত ৯ মে নুরুল আমিন সর্বশেষ ভাই খাইরুলের সঙ্গে কথা বলেন। ফোনালাপে তিনি জানতে পারেন, ভারতের সরকার খাইরুলসহ পরিবারের পাঁচ সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। অথচ সেখান থেকেই তারা বহু বছর আগে প্রাণভয়ে পালিয়ে এসেছিলেন। বর্তমানে দেশটিতে জান্তার দমননীতি ও গৃহযুদ্ধের কারণে তাদের ফেরার পথ হয়ে উঠেছে ভয়ঙ্কর অনিশ্চিত।

দিল্লি থেকে সরিয়ে নেওয়ার তিন মাস পর বিবিসি ওই রোহিঙ্গাদের খুঁজে বের করে। দেখা যায়, বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম মিয়ানমারে জান্তার বিরুদ্ধে লড়াইরত বাহটু আর্মি (বিএইচএ) নামের প্রতিরোধ গোষ্ঠীর কাছে আশ্রয় নিয়েছেন।

শরণার্থী ও তাদের স্বজনদের বর্ণনা অনুযায়ী, তাদের প্রথমে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়। পরে নৌবাহিনীর জাহাজে তুলে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয়। তবে ফেলার আগে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। অনেকেই সাঁতরে তীরে উঠে বেঁচে যান, কিন্তু শেষ পর্যন্ত আবারও মিয়ানমারের অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হন তারা।

জন নামের এক রোহিঙ্গা তার ভাইকে ফোনে জানান, ‘আমাদের হাত বেঁধে, চোখ-মুখ ঢেকে বন্দির মতো জাহাজে তোলা হয়। এরপর সমুদ্রে ফেলে দেওয়া হয়।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ জানান, এসব ঘটনার পক্ষে তার হাতে গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে। তিনি জেনেভায় ভারতের মিশন প্রধানের কাছে প্রমাণ জমাও দিয়েছেন। কিন্তু এখনও কোনো সাড়া পাননি।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ করলেও কোনো মন্তব্য পায়নি বিবিসি।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আনসারুল হক

১৭২ দিন পর অনশন ভাঙলেন ফিলিস্তিনি বন্দি

নূর নিউজ

নির্বাচনের পর ইসরাইলে যাওয়ার পরিকল্পনা এরদোগানের

নূর নিউজ