শফিকুল ইসলাম ও আবদুল্লাহ আল-মামুনকে পদোন্নতি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দু‘পদের বিপরীতে গ্রেট-১ এর ২টি সুপারনিউমারারি পদ (অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে বিলুপ্তির শর্তে) অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের সরকারি মজুরি প্রদান করা হয়।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এছাড়া র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা থানাধীন শ্রীহাইলে। তিনি ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এ জাতীয় আরো সংবাদ

যেসব ভুলে ফ্যানের বাতাস গায়ে লাগে না

নূর নিউজ

ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল

নূর নিউজ

কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন আটক ৩৮৩ জন

আনসারুল হক