পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

বাসস: আগামীকাল ৬ জুলাই শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন  বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকালে একথা বলা হয়।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স  ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইফার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

তথ্য ফাঁসের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আনসারুল হক

বেরোবিতে শহীদ আবু সাঈদ বইমেলা শুরু মঙ্গলবার

আনসারুল হক

দুদিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন

নূর নিউজ