পশ্চিমা মানবাধিকার চাপাতে দেশবিরোধী চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার : জমিয়ত

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী আখ্যা দিয়ে এর তীব্র বিরোধিতা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, পশ্চিমা মানবাধিকার মডেল চাপিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার এ চুক্তি করেছে, যা জনগণের মতামতের পরিপন্থী এবং দেশবিরোধী।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, “বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে এ ধরনের চুক্তির কোনো ম্যান্ডেট দেয়নি। আমাদের পূর্বপুরুষেরা যেভাবে বৃটিশকে তাড়িয়েছিল, আমরাও ইনশাআল্লাহ পশ্চিমা আধিপত্যবাদ রুখে দেব।”

সমাবেশে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস পক্ষপাতদুষ্ট। গাজায় গণহত্যা বন্ধে কোনো কার্যকর ভূমিকা না থাকলেও বাংলাদেশে তারা অফিস খুলতে চায়। ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে তাদের কোনো পদক্ষেপ নেই। অথচ বাংলাদেশের জন্য তাদের এত দরদ কেন?” তিনি বলেন, “সমকামিতা ও ট্রান্সজেন্ডার সংস্কৃতি সমর্থন করাই তাদের তথাকথিত মানবাধিকার। এই চুক্তির মাধ্যমে সেই বিতর্কিত মডেল চাপিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার দেশবিরোধী পদক্ষেপ নিয়েছে।”

সমাবেশে আগামী ৭ আগস্ট সারাদেশের জেলা প্রশাসকদের বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব।

মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতী মনীর হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজিপুরী, মুফতী নাসিরুদ্দিন খান, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী জাবের কাসেমী, মাওলানা এখলাসুর রহমান রিয়াদ, চৌধুরী নাসীর আহমদ ও মাওলানা রিদওয়ান মাজহারী প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা হেদায়তুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মুফতী মাহবুবুল আলম, মাওলানা হুজাইফা ওমর, মাওলানা নূর হোসাইন সবুজ, কাউসার আহমাদ ও এনামুল হাসান নাইম।

এ জাতীয় আরো সংবাদ

রমজান মাস জুড়ে জমিয়তের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী

নূর নিউজ

প্রর্যাপ্ত কুরবানী রয়েছে বাংলাদেশে

নূর নিউজ

আওয়ামী ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: মাওলানা জালালুদ্দীন আহমদ

আনসারুল হক